ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সহায়তা করা হবে: তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ।

সোমবার সকালে ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের বনানীর নির্বাচনী অফিসে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই প্রতিটি নির্বাচনে অংশ নেয় এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকেও আওয়ামী লীগ খুব গুরুত্ব সহকারে নিয়েছে। এ জন্য  তৃণমূলকেও সংগঠিত করা হচ্ছে।

বিএনপিকে নিয়ে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে নেমেছেই হতাশা নিয়ে, তারা যে দাবি করছে তাদেরকে বিজয়ী হতে দেয়া হবে না, এই বক্তব্যের মধ্য দিয়েই তারা পরাজয় বরণ করে নিয়েছে।’

তবে আওয়ামী লীগ এই নির্বাচনকে কোনভাবেই বিতর্কিত করবে না বলেও জানান তিনি। ইভিএমে ভোট নিয়ে তিনি বলেন, ইভিএমে ভোট হবে কি হবে না তার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি