ঢাকা দক্ষিণ সিটিতে ৪ কাউন্সিলর নির্বাচিত
প্রকাশিত : ২৩:০৯, ১০ জানুয়ারি ২০২০ | আপডেট: ২৩:৩৯, ১০ জানুয়ারি ২০২০
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কাউন্সিলররা সকলেই আওয়ামী লীগ সমর্থিত। একক প্রার্থী হওয়ায় শুক্রবার দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা তাদের নির্বাচিত বলে ঘোষণা করেন।
দুটি সাধারণ ওয়ার্ড ও দুটি সংরক্ষিত ওয়ার্ডে প্রত্যাহারের শেষ দিনে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। তবে ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) কেউই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হননি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন- ২৫ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর) এবং সংরক্ষিত আসন ৬ নম্বরে (১৬, ১৭, ১৮ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নারগিস মাহতাব (বর্তমান কাউন্সিলর) ও সংরক্ষিত ৮ নম্বরে (২২, ২৩, ২৬) নিলুফার রহমান।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি ভোটগ্রহণ শেষে সবার সঙ্গে এ ৪ প্রার্থীরও ফলাফল গেজেটে প্রকাশ করা হবে।
এমএস/এসি
আরও পড়ুন