ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবরোধের পর শ্যামলীর সড়ক থেকে সরে গেছে শ্রমিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বেতন ভাতার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভের পর সেখান থেকে সরে গেছে পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করেন সেখানকার একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে এই অবরোধ তুলে নেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে সকালে শ্রমিকরা অবস্থান নেন। এতে গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে আটকে যায় শত শত গাড়ি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) দায়িত্বরত কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম বলেন, ‘তিন ঘণ্টার বেশি সময় ধরে ক্রিয়েটিভ ফ্যাশনের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নেন। দুপুর ১২টার কিছু আগে এ অবরোধ তুলে নেন শ্রমিকরা। সড়কে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।’
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি