ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘আটক দুই জেএমবি বোমা হামলার মূল পরিকল্পনাকারী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২০ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:০৭, ২০ জানুয়ারি ২০২০

পুলিশের বিশেষ অভিযানে আটক নব্য জেএমবির দুই সদস্য রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

আটককৃতরা হলেন- খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ছাত্র জামাল উদ্দিন রফিক (২৬) ও পেশায় গাড়িচালক আনোয়ার হোসেন (২৫)।

এর আগে গতকাল রোববার রাজধানীর যাত্রাবাড়ি থেকে ওই দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। 

মনিরুল ইসলাম জানান, ‘আটককৃতরা রাজধানীর গুলিস্তান, মালিবাগ, সাইন্স্যল্যাবসহ ৫টি স্থানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার মূল পরিকল্পনাকারী। গত বছর সংঘটিত এ ঘটনায় এর আগে চারজনকে গ্রেফতার করা হয়।’

এরা হলেন- মেহেদী হাসান তামিম, ফরিদ উদ্দিন রুমি, আব্দুল্লাহ আজমীর ও মিশুক খান। এদের মধ্যে মিশুক ছাড়া সবাই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তারা তাদের দলনেতা হিসেবে জামালের নাম বলেছে। 

পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই হামলাগুলো চালানো হয়েছিল বলেও জানান তিনি।  

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি