ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ২১ জানুয়ারি ২০২০

রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার নামে এক এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত আনোয়ার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযান চালানোর সময় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব-১ এর সদস্যদের গুলিবিনিময় হয়। এ সময় ঘটনাস্থলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৪) নিহত হয়।

তিনি আরও জানান, একই ঘটনায় র‌্যাব সদস্য আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩৪টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি