ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ২১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার নামে এক এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত আনোয়ার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযান চালানোর সময় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব-১ এর সদস্যদের গুলিবিনিময় হয়। এ সময় ঘটনাস্থলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৪) নিহত হয়।

তিনি আরও জানান, একই ঘটনায় র‌্যাব সদস্য আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩৪টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি