ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইভাইসহ ৩ শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ২২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৩:৩১, ২২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর রায়েরবাজার সিকদার মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিন শ্রমিক মারা গেছেন। 

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের জরু শেখ, সাইফুল শেখ ও বগুড়ার মঞ্জুরুল।

হাজারীবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন্স) জাকির হোসেন জানান, শ্রমিকরা নদী শাসনের জন্য পিলার পাইলিংয়ের কাজ করার সময় পাশে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে লোহার পাইপ কানেক্টেড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।

তিনি বলেন, সিকদার মেডিক্যাল কলেজের পাশে নদী শাসনের কাজ করছিল বিআইডব্লিউটিএ। তারা ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে নদী শাসনের কাজ করাচ্ছিল। দুর্ঘটনার পর কাজ বন্ধ রয়েছে। মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি