ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাবার জন্য ভোট চেয়ে ভাইরাল আতিক-কন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ২৬ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৮:৩৬, ২৬ জানুয়ারি ২০২০

মেয়ে বুশরা আফরিনকে আদর করছেন আতিকুল ইসলাম।

মেয়ে বুশরা আফরিনকে আদর করছেন আতিকুল ইসলাম।

ঘনিয়ে আসছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের অন্তিম ক্ষণ। এরইমধ্যে ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের জন্য ভোট চেয়ে ভাইরাল হয়েছেন তার একমাত্র মেয়ে বুশরা আফরিন।

আজ রোববার সকালে গুলশানের একটি অভিজাত হোটেলে আতিকের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বক্তৃতায় বাবার জন্য ভোট চান বুশরা।

অনুষ্ঠানে বুশরা আফরিন বলেন, ‘মানুষের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা রয়েছে আমার বাবার। তার কাছে কোনও কাজই অসম্ভব নয়। কখনও লুঙ্গি, কখনও গেঞ্জি পরে গান গেয়ে পোষা প্রাণীর সঙ্গে খেলা করছেন। আবার কখনও ছোটদের সঙ্গে ক্রিকেট খেলতে মাঠে নেমে যাচ্ছেন। বাবা আসলে এমনই। কাজের প্রতি মনোযোগী এই মানুষটি আমার বিয়ের ঘরোয়া অনুষ্ঠানেও খুব একটা সময় দিতে পারেননি। তার কাছে দায়িত্বটাই আগে।’

এসময় বাবার দায়িত্ববোধের প্রশংসা করে আতিককন্যা বলেন- সৎ, ব্যক্তিত্ববান, জবাবদিহিতায় বিশ্বাসী একজন মানুষ আমার বাবা। তার প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করেন তিনি।

বুশরা আরও বলেন, ‘আমার বাবা আমাকে ছাড়া আর কাউকে আমার মতো ভালোবাসে না। তিনি যে রকম আমার বাবা, সে রকম একজন নগরপিতাও।’

এসময় মেয়ের মুখে এমন প্রশংসা শুনে চেয়ার থেকে উঠে এসে মেয়েকে জড়িয়ে ধরেন ঢাকা উত্তর সিটির সাবেক এ মেয়র। মেয়ের কপালে চুমু খেয়ে তাকে আদর করেন আতিক। আর পিতা-কন্যার এ আবেগঘন মুহূর্ত করতালি দিয়ে স্বাগত জানান উপস্থিত সবাই।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি