ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিটি নির্বাচনে ১২৯ ম্যাজিস্ট্রেট নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ২৭ জানুয়ারি ২০২০

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল রোববার (২৬ জানুয়ারি) প্রশাসন ক্যাডারের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমা নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের সময় ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করবেন। নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

আদেশে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৯ জানুয়ারির মধ্যে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করবেন। জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন। আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে নির্বাচন সংক্রান্ত ব্রিফিং হবে। সেখানে ব্রিফিং করবেন ঢাকার বিভাগীয় কমিশনার। সেখানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি