ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকা দক্ষিণে ৯৭৯ কেন্দ্রে এগিয়ে তাপস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২০:৪১, ১ ফেব্রুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট শেষে ঘোষিত ফলাফলে বেশ এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শনিবার শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। ঢাকার শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। বিকাল পৌনে ৫টা থেকে শিল্পকলায় এই ফলাফল ঘোষণা শুরু হয়।

এর মধ্যে ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট, আর তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট। 

ঢাকা দক্ষিণে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি। এগুলোর ৬ হাজার ৫৮৮টি ভোট কক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ চলে।

ঢাকা দক্ষিণে মোট ভোটার রয়েছে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি