ঢাকা উত্তরে ৪৭৫ কেন্দ্রে এগিয়ে আতিকুল
প্রকাশিত : ১৯:২৫, ১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২০:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২০
আতিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোট শেষে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বেশ এগিয়ে রয়েছেন।
আজ শনিবার শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর এখন চলছে ফল ঘোষণা। ঢাকার শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। বিকাল পৌনে ৫টা থেকে শিল্পকলায় এই ফলাফল ঘোষণা শুরু হয়।
এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে এখন পর্যন্ত ৪৭৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৮১৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আওয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৭৬৫ ভোট।
ঢাকা উত্তরে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩১৮টি। এর আওতায় ৬ হাজার ৫৮৮টি ভোট কক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ চলে।
এদিকে, ঢাকা উত্তরে মোট ভোটার রয়েছে ৩০ লাখ ১০ হাজার ২৭৩। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।
এনএস/
আরও পড়ুন