হরতালে বাস চালাবে মালিক সমিতি
প্রকাশিত : ২২:১৯, ১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ০১:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২০
সিটি নির্বাচনের ভোট প্রত্যাখ্যান করে বিএনপির হরতাল ডাকায় পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে।
বাস মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ ঘোষণা দেন, রোববার তারা সিটিতে বাস চালাবেন।
শনিবার ঢাকায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘প্রতিদিনের মতোই স্বাভাবিক নিয়মে যানবাহন চলবে। কোথাও যদিও কোনো গাড়ির ক্ষতি হয়, কিংবা জ্বালাও পোড়াও করা হয় এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে।’
পরিবহন মালিক সমিতির নেতা এনায়েত উল্লাহ বলেন, ‘সুষ্ঠ নির্বাচন হয়েছে। বিএনপি আগের মতোই জ্বালাও-পোড়াও করার জন্য হরতালের ঘোষণা দিয়েছে। আমরা এই হরতাল মানিনা। স্বাভাবিক নিয়মেই যানবাহন চলবে।
এসি
আরও পড়ুন