ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১০:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০২০

রাজধানী ঢাকার তুরাগ বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের এক সদস্যও আহত হন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে বিজিএমইএ ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর এএসপি মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ২১টি কারতুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা গোপন সংবাদে জানতে পারি, একদল ডাকাত বেড়িবাঁধ এলাকায় অবস্থান নিয়েছে। আমাদের র‌্যাব-১ এর সদস্যরা সেখানে উপস্থিত হলে ডাকাতরা চার্জ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও চার্জ করে। পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

নিহত শহীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি ডাকাতির মামলা, দুটি করে অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে এএসপি কামরুজ্জামান।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি