ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১ মার্চ ২০২০

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হানিফ মিয়া (৪৮) নামে একজন নিহত হয়েছেন। জানা গেছে, তার বাড়ি নারায়ণগঞ্জে।

শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে র‌্যাব-২ এর কর্মকর্তা পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান।

র‌্যাব-২-এর ভাষ্যমতে, গতকাল শনিবার মধ্যরাতে রাস্তায় টহলচৌকি বসিয়ে তল্লাশি করছিল র‌্যাব। রাত ১২টার দিকে একটি অটোরিকশা থেকে চারজন নেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে একজন আহত হয়। বাকি তিনজন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের দেয়াল টপকে পালিয়ে যায়। আজ রোববার ভোররাত চারটার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি