ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৭ মার্চকে জাতীয় দিবসের দাবি যথার্থ: ড. সৈয়দ আনোয়ার হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৭ মার্চ ২০২০

বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন- পুরোনো ছবি

বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন- পুরোনো ছবি

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণার যে দাবি ওঠেছে তাকে যথার্থ বলে মনে করেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। তার মতে, বঙ্গবন্ধু ৭ মার্চে যে ঐতিহাসিক ভাষণ দেন তা সারা বিশ্বে বিরল এবং অন্যতম। তিনি বলেন, ‘এ ভাষণেই বঙ্গবন্ধু বাংলাদেশে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। যা পুরো জাতিকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্দীপ্ত করেছিল। ’

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতা আলোচনা’ শীর্ষক সেমিনারে মুল প্রবন্ধে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গবেষক সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক মুক্তিযোদ্ধা হারুন হাবিব, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, আবু সাইদ খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

সেমিনারে বক্তারা বলেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে কয়টি শব্দ উচ্চারণ করেছেন তার প্রতিটি শব্দ বাঙালী জাতিকে প্রেরণা যুগিয়েছে, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছে। এ ভাষণেই তিনি জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। একজন নির্বাচিত নেতা হিসেবে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন এ ভাষণে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি