ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

করোনা থেকে বাঁচতে হাত ধোয়ার ব্যবস্থা করেছে ডিএনসিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১৭ মার্চ ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) করোনাভাইরাস থেকে বাঁচতে ঢাকার ২৫ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছে। করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং প্যানেল মেয়র জামাল মোস্তফা আজ মঙ্গলবার (১৭ মার্চ) গুলশান-২ নম্বর ডিএনসিসি মার্কেটের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সচেতনতার প্রথম শর্ত হচ্ছে হাত ধোয়া।  মূলত পথচারীদের সচেতন করে তুলতেই হাত ধোয়ার এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। পথচারী, বাসযাত্রীরা এসব স্থানে হাত ধুয়ে নিতে পারবেন।  এজন্য সাবান, পানি ডিএনসিসি থেকে সরবরাহ করা হবে।’

করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনে মহাখালীতে ডিএনসিসির নতুন মার্কেটটি ব্যবহার করার প্রস্তাব দেন আতিকুল।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মঞ্জুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিএনসিসির যে ২৫ স্থানে হাত ধোয়া যাবে-
উত্তরায় রবীন্দ্র সরণি (বঙ্গবন্ধু মুক্তমঞ্চ), রাজলক্ষ্মী মার্কেটের সামনে, মাসকট প্লাজার সামনে, খিলক্ষেত বাস স্ট্যান্ড, বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে, মিরপুরে সনি সিনেমা হলের সামনে, গ্রামীণ ব্যাংকের বিপরীত দিকে ডিএনসিসি আঞ্চলিক কার্যালয়ের সামনে, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ফায়ার সার্ভিসের সামনে, মিরপুর-১২ নম্বর বাস স্ট্যান্ড, মিরপুর-১৪ নম্বর মার্ক মেডিক্যালের সামনে, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শাহ আলী মার্কেটের কোনায়, মিরপুর শপিং মলের নিচে (মিরপুর সরকারি কলেজের বিপরীতে), মিরপুর-১ নম্বর কো-অপারেটিভ মার্কেটের সামনে, গাবতলী পশু হাট, শ্যাওড়াপাড়া বাসস্ট্যান্ড, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, মোহাম্মদপুর টাউন হলের সামনে, মোহাম্মদপুর বসিলা রোডের নতুন রাস্তার কালভার্টের উপর, কারওয়ান বাজার (কিচেন মার্কেটের সামনে), আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে, গুলশান-২ ডিএনসিসি মার্কেটের সামনে, গুলশানে পুলিশ প্লাজার সামনে, কাকলী বাস স্ট্যান্ড, মহাখালী ডিএনসিসি আঞ্চলিক অফিসের সামনে এবং রামপুরা বাজার।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি