ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজধানীর রায়েরবাজারে মসজিদ লকডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ৯ এপ্রিল ২০২০

রাজধানীর রায়েরবাজারের একটি মসজিদের খাদেমের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মসজিদসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রায়েরবাজার শহীদ বুদ্দিজীবী জামে মসজিদ এলাকা ‘লকডাউন’ করার পর ইমামসহ মসজিদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার রৌশনুল হক সৈকত। 

তিনি বলেন, ‘ঐ মসজিদের এক খাদেম অসুস্থ ছিলেন। পরীক্ষায় তার করোনাভাইরাস পজেটিভ এসেছে। বিষয়টি আইইসিডিআর নিশ্চিত করার পর ঐ এলাকা লকডাউন করে ফেলা হয়েছে। ইমামসহ অন্য যারা মসজিদে ছিলেন, তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’ ঐ মসজিদে আর জামাত হবে কিনা জানতে চাইলে উপ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘সেখানে কিছুই হবে না, পুরোপুরি লকডাউন। এই মসজিদের যে যেখানে আছেন, তিনি সেখানিই কোয়ারেন্টিনে থাকবেন।’

মসজিদের পাশেই এক বাসায় ইমাম থাকেন বলে জানিয়েছেন স্থানীয় ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন। তিনি বলেন, ‘মসজিদের ভেতরে থাকেন দুজন খাদেম। তাদেরই এক জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ এসে ব্যবস্থা নিয়েছে।’

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি