ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে আজও ৯ ব্যবসা প্রতিষ্ঠান‌কে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনার প্রাদুর্ভাবে আজও রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চলেছে। এসময় বেশি দামে হ্যান্ড স্যানিটাইজার ও গ্লোভস বিক্রিসহ মূল্য তালিকা সংরক্ষণ না করা ও কারচুপির দায়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার রাজধানীর ১৩টি  বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা ক‌রে জ‌রিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌রের মহাপরিচালক বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় পরিচালক প্রশাসন শামীম আল মামুনের তত্ত্বাবধানে উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ায়ের পরিচালনায় এসব অভিযান চালানো হয়। 

অভিযা‌নে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, রজবী নাহার রজনী, রোজিনা সুলতানা, তাহমিনা বেগম ও মো. মাগফুর  রহমান। 

রাজধানীর শান্তিনগর, মালিবাগ রেলগেট, রামপুরা, শাহজাহানপুর, মালিবাগ, সেগুনবাগিচা, মতিঝিল এজিবি কলোনি, মধুবাগ, খিলগাঁও রেলগেট, খিলগাঁও, মানিকনগর, শুক্রাবাদ ও কারওয়ান বাজারে তদারকিমূলক অভিযান চালান তারা। এছাড়া ঢাকার বাইরে ৬৭টি বাজারে অভিযান পরিচালনা করা হয়। 

পাশাপাশি ঢাকা মহানগরের চৌদ্দটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয়।

অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘আসন্ন রমজানে ও করোনা ভাইরাসকে পুঁজি করে কোন অসাধু ব্যক্তি যেন কারসাজি করতে না পারে এবং নিত্যপণ্যের বাজার ‌যেন জনগ‌ণের হা‌তের নাগা‌লে থাকে, সে জন্য আমা‌দের তদারকি অভিযান জোরদার করা হয়েছে।’ 

পাশাপাশি তিনি ভোক্তা ও ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের আহ্বান জানান।

এআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি