ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাওরান বাজারে কেনাকাটার সময় পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ২৪ এপ্রিল ২০২০ | আপডেট: ১১:৫৩, ২৪ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কাওরান বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে বাজারে কেনাকাটার নতুন সময়সীমা বেঁধে দিয়েছে পুলিশ। নতুন নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আনা পণ্য লোড-আনলোড করতে হবে। খুচরা বাজার স্থানান্তর করে সরকারি বিজ্ঞান কলেজের সামনে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আগের স্থানেই মাছের বাজার চলবে ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত। 

এছাড়া কাওরান বাজারে আগত সকল ব্যবসায়ী ও ক্রেতাকে বাধ্যতামূলক হ্যান্ড গ্লাভস ও মাস্ক পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, বুধবার (২৩ এপ্রিল) কাওরান বাজারে করোনাভাইরাসের বিস্তার রোধে উপ-পুলিশ কমিশনারের (তেজগাঁও বিভাগ) কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে উক্ত সভায় র‍্যাব-২ এর অধিনায়ক, করোনা পরিস্থিতিতে সিভিল প্রশাসনকে সহায়তাকারী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রতিনিধি এবং কাওরান বাজারের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তা বিপ্লব বিজয় তালুকদার জানান, সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো:

১. করোনা পরিস্থিতি চলাকালীন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্যবাহী পরিবহন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টার মধ্যে তাদের পণ্য আনলোড করে কাওরান বাজার ত্যাগ করবে। একই সময়সীমার ভেতর সকল পাইকারি ক্রেতা-বিক্রেতা তাদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় শেষ করে বাজারের কার্যক্রম শেষ করবেন।

২. কাওরান বাজারের মূল রাস্তা থেকে স্থানান্তরিত হয়ে খুচরা শাক-সবজি, ফল ও মাছের বাজার সাময়িকভাবে সরকারি বিজ্ঞান কলেজের সামনের ফুটপাথে বসবে। উক্ত বাজারের সময়সীমা ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মাছের পাইকারি বাজার পূর্বনির্ধারিত স্থানে ভোর ৩ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত চলমান থাকবে।

৩. কাওরান বাজারে প্রবেশের জন্য দৈনিক প্রথম আলো কার্যালয় সংলগ্ন রাস্তা অথবা হোটেল লা-ভিঞ্চি সংলগ্ন রাস্তা ব্যবহার করতে হবে। বাজার থেকে বের হতে পেট্রোবাংলা ভবন সংলগ্ন রাস্তাটি ব্যবহার করতে হবে। বিশেষ পরিস্থিতিতে রাত্রিকালীন টিসিবি ভবন সংলগ্ন রাস্তাটি বের হবার জন্য ব্যবহার করা যেতে পারে। অন্য সকল রাস্তা ও গলিপথ সাময়িকভাবে বন্ধ থাকবে।

৪. মাস্ক ও গ্লাভস পরিধান করা ছাড়া কোনও ক্রেতা ও বিক্রেতা পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করতে পারবেন না। ক্রেতা ও বিক্রেতাদের অবশ্যই নিজেদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

৫. কাওরান বাজারের ফুটপাথ, ভ্যানে করে অথবা ভাসমান বিক্রেতার মাধ্যমে পণ্য বিক্রয় নিষিদ্ধ।

৬. দুপুর ২টার পর থেকে বাজারের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি