ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হুমায়ূন আহমেদের ‘দখিন হাওয়া’য় আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ৩ মে ২০২০

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসা ‘দখিন হাওয়া’র একটি তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে ছয়তলা ওই ভবনের তিনতলায় আগুন লাগে। পরে বাড়ির লোকজনের চেষ্টাতেই আগুন নিভে যায়।

দখিন হাওয়া’র ষষ্ঠ তলায় দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে থাকেন প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন।

আগুন লাগার বিষয়টি শাওন তার ফেসবুকে স্ট্যাটাসে সবাইকে জানান। তিনি সকাল সাড়ে আটটার দিকে একটি স্ট্যাটাসে লেখেন ‘দখিন হাওয়ায় আগুন! আমরা কয়েকজন ছাদে আটকা পড়ে আছি।’

ঘটনার খবর পেলে ধানমন্ডি ফায়ার সার্ভিস থেকে কর্মীরা ছুটে যায়। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে ওই বাড়িতে বসবাসকারীরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘দখিন হাওয়া ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তবে ওই বাসায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।’

আগুন লাগার ৩০ মিনিট পর ফের এক স্ট্যাটাসে শাওন লেখেন, ‘আগুন নেভানো গেছে। আলহামদুলিল্লাহ। কালো ধোঁয়ায় ভবনের সিঁড়ি এবং বাসাগুলো পরিপূর্ণ, তাই ছাদেই আছি।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি