ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৫ মে ২০২০

রাজধানীর বনানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জলিল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত জলিল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর টিএনটি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

তিনি বলেন, ‘বনানী টিএনটি বটতলা এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র‍্যাবের গুলিবিনিময়কালে গতরাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী জলিল নিহত হয়েছেন।’

এএসপি সুজয় সরকার আরও জানান, এ সময় একজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি