ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ১৫ মে ২০২০ | আপডেট: ১৩:৫৯, ১৫ মে ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছিনতাই, ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টাসহ ১৬টি মামলায় গ্রেফতার এক আসামি নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে খিলগাঁও ‘শেখের জায়গা’ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বেলাল হোসেন (২৯) ওরফে চাপাতি বেলাল কুমিল্লার বাসিন্দা; থাকতেন ঢাকার যাত্রাবাড়ি এলাকায়।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে গোড়ান এলাকায় থেকে বেলালকে গ্রেফতার করা হয়। অস্ত্র উদ্ধারের অভিযানে রাত ১১টার দিকে তাকে নিয়ে ‘শেখের জায়গা’ নামক স্থানে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে।

এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। কিন্তু বেলাল সন্ত্রাসীদের গুলিতে আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

মশিউর বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, বেলাল এলাকায় চাপাতি নিয়ে ছিনতাই-ডাকাতি করতো। তাই তাকে ‘চাপাতি বেলাল’ বলা হতো। তার নামে খিলগাঁও থানায় ছিনতাই, ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।

এরআগে একইদিন রাজধানীর বনানীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলিল (৪০) নামে আরও এক যুবক নিহত হয়েছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি