ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ডিএসসিসি’র নগর পিতার চেয়ারে বসলেন তাপস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১৬ মে ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’র (ডিএসসিসি) মেয়রের চেয়ারে বসেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’র (ডিএসসিসি) মেয়রের চেয়ারে বসেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’র (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার দুপুরে নগর ভবনে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মো. এমদাদুল হকের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়কারী সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি