ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে আইইউবি’র খাদ্য সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১৭ মে ২০২০

আইইউবি-র খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলন পাগন।

আইইউবি-র খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলন পাগন।

সারাবিশ্বের মতো বাংলাদেশেও চলছে করোনা ভাইরাসের মহামারি। এতে সবচেয়ে বেশি কষ্টে দিনযাপন করছেন গরীব ও নিম্ন আয়ের লোকজন। বিশেষ করে মারাত্মক খাদ্য সংকটে ভুগছেন তারা। মহামারী থেকে প্রাণরক্ষায় লকডাউনের কারণে কাজেও যেতে পারছেন না এ সকল দুঃস্থ জনগোষ্ঠী। এমন অবস্থায় এই অসহায় মানুষদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। 

সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় আইইউবি গত ১৪ ও ১৫ মে রাজধানীর বেশ কয়েকটি বস্তি এলাকার লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। রাজধানীর উত্তরা, ভাটারা, বাড্ডা এবং সাতারকুল এবং অন্যান্য বস্তি এলাকার ২ হাজার ৫০০ সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেয়া হয়। যার মাঝে ছিল- ৮ কেজি চাল, ভোজ্য তেল, আলু, ডাল, পিঁয়াজ, ছোলা, চিনি, সেমাই, লবণ, গুড়সহ আরও কয়েকটি প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। 

আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন সমাজের দুঃস্থদের জন্য এই সময় উপযোগী এবং অত্যন্ত জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন। এসময় তার সাথে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাজেদা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (সাপোর্ট) মনিরুল ইসলাম খান, ডিভিশনাল ম্যানেজার রবিউল করিমসহ প্রতিষ্ঠানের অন্যান্য ব্যক্তিবর্গ। 

ত্রাণ বিতরণের পাশাপাশি সাজেদা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এলাকার জনসাধরণকে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা, বিশেষ করে সঠিকভাবে হাত ধোয়া এবং মাস্ক পরিধান করার বিষয়টি হাতে-কলমে প্রদর্শণ করেন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি