ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অনলাইন কমিউনিকেশনের উদ্যোগে পথ শিশুদের মাঝে কাপড় ও খাবার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ১৭ মে ২০২০

‘মানুষ মানুষের জন্য’ এমন চিন্তাকে লালন করে অনলাইন কমিউনিকেশন সোসাইটির উদ্যোগে অসহায় পথ শিশুদের মাঝে ঈদের কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর লালবাগ সমাজ কল্যান অধিদপ্তরের সোনা মনি নিবাস এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।   

এ সময় উপস্থিত ছিলেন, অনলাইন কমিউনিকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান বাপ্পি সাহরিয়ার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক রুপকথা, কার্যকরী কমিটির সদস্য সকাল আহমেদ, মোসলেহউদ্দিন ও ডি এম শাহিন।

লকডাউনের কারণে সংগঠনের চেয়ারম্যান এবিএম সিরাজুল হক সাজিদ উপস্থিত থাকতে পারেন নি বলে দুঃখ প্রকাশ করেছেন। তিনি কর্মসূচি বাস্তবায়নে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে সবাইকে সহযোগিতা করেছেন।

সংগঠন থেকে জানানো হয়, নতুন জামা কাপড় পেয়ে এসব শিশুরা আনন্দে আত্মহারা হয়ে যায়। লকডাউনে যেখানে মানুষ কর্মহীন হয়ে অর্থ সংকটে ভুগছে সেখানে এসব অসহায় শিশুরাতো আরও বেশি অসহায়। তাই সংগঠনের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন এলাকায় গিয়ে নতুন জামা ও খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের মাধ্যমে অল্প কিছু মানুষেরও যদি উপকার হয়, মুখে হাসি ফুটে; তাহলে আমরা স্বার্থক।  

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি