ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সস্ত্রীক করোনায় আক্রান্ত রানা দাশগুপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৮ জুন ২০২০ | আপডেট: ১৩:৪৪, ১৮ জুন ২০২০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এবং তার স্ত্রী রীতা দাশগুপ্ত করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার নমুনা নেওয়ার পর বুধবার রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

চট্টগ্রামের জিইসি মেডিকেল সেন্টারে ভর্তি হতে যাচ্ছেন জানিয়ে বৃহস্পতিবার রানা দাশগুপ্ত বলেন, ‘পরশু কভিড টেস্টের জন্য নমুনা নিয়ে যায়। গতকাল রাত ১২টার দিকে জানতে পারি আমি এবং আমার স্ত্রী দুজনই করোনা পজিটিভ।’

শারীরিকভাবে কিছুটা দুর্বল জানিয়ে সবার কাছে আশীর্বাদ চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনজীবী।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে। ইতোমধ্যে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি