ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২২ মে ২০২০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় আইসোলনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

শরীফ মাহমুদ জানান, জ্বর হলে প্রথমে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু টেস্ট করতে দিলে ডেঙ্গু পজিটিভ আসে। পরে পুলিশের তত্ত্বাবধানে শের-ই-বাংলা নগর বালিকা মহাবিদ্যালয়ে করোনা নমুনা দেন।  বৃহস্পতিবার (২১ মে) রিপোর্ট পজিটিভ আসে।

করোনা পরিস্থিতি কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘করোনা ভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা সহায়তা সংক্রান্ত সমন্বয় সেল’ গঠন করে। শরীফ মাহমুদ ওই সেলের সদস্য। তিনি নিয়মিত অফিস করতেন। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি