ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনার কেন্দ্র এখন দক্ষিণ আমেরিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২৩ মে ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পর দক্ষিণ আমেরিকাই করোনাভাইরাস মহামারী ছড়ানোর নতুন কেন্দ্র হয়ে উঠছে। ব্রাজিল এরই মধ্যে কোভিড-১৯ এ জ্ঞাত আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে টপকে বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। মহাদেশটির দারিদ্র্যপীড়িত ও ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার এ দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। খবর রয়টার্স’র। 

জনস হপকিন্স বিশবিদ্যালয়ের তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল পর্যন্ত ব্রাজিলে তিন লাখ ৩০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে রাশিয়ায় শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৪৪৮ রোগী। আক্রান্ত-মৃত্যুতে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে ১৬ লাখের বেশি মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছে। দক্ষিণ আমেরিকার দেশ পেরু ও চিলিতে প্রতি মুহূর্তে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। পেরুতে এক লাখ ১১ এবং চিলিতে ৬২ হাজারের কাছাকাছি।

অন্যদিকে ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার। এ মৃতের সংখ্যায় তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্স। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে পেরুতে নতুন করোনা ভাইরাসে মৃত্যু তিন হাজার ২০০ ছাড়িয়েছে। চিলিতে এ সংখ্যা এখনও অনেক কম যা মাত্র ৬৩০।

উল্লেখ্য, করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫২ লাখ। শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ১৬০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১০ হাজার ৮১৭ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ৫৬ হাজার ৬৪৩ জন।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি