ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দক্ষিণ সুদানে করোনার হানায় ভাইস প্রেসিডেন্টসহ ১০ মন্ত্রী আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ২৩ মে ২০২০ | আপডেট: ২০:৪৪, ২৩ মে ২০২০

দক্ষিণ সুদানের উপ-রাষ্ট্রপতি রিয়েক মাসার- এপি

দক্ষিণ সুদানের উপ-রাষ্ট্রপতি রিয়েক মাসার- এপি

করোনা ভাইরাস বা কোভিড-১৯ মহামারীর আফ্রিকার দেশগুলোতে কিছুটা দেরীতে হলেও ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতি এ ভাইরাসে দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টসহ ১০ জন মন্ত্রী আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মন্ত্রীরা করোনা প্রতিরোধে টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। খবর দ্যা নিউ সাউথ ভিশন, সাউথ সুদান ন্যাশন ও সাউথ সুদান নিউজ অ্যাজেন্সি’র।

করোনা আক্রান্ত কোন রোগীর সংস্পর্শে আসার কারণে তার সংক্রমিত হয়েছেন বলে দেশটির দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই নিশ্চিত করেন। একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ছাড়া টাস্কফোর্সের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসার এবং তার স্ত্রী প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টিনিও করোনায় আক্রান্ত হন। টাস্ক ফোর্সের আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে এসে তারা সংক্রমিত হন।

আক্রান্ত সব মন্ত্রীরা আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত তারা আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।

এদিকে মন্ত্রীদের দেহরক্ষী ও কর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।দক্ষিণ সুদানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮১ জন এবং মারা গেছেন ৬ জন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি