ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রিটেনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কমছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ২৪ মে ২০২০ | আপডেট: ০৯:৫৩, ২৪ মে ২০২০

ব্রিটেনে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কমছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন অর্থাৎ শুক্রবার মৃত্যুর সংখ্যা ছিল ৩৫১ জন, বৃহস্পতিবার ছিল ৩৩৮ জন আর বুধবার ছিল ৩৬৩। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত ব্রিটেনে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৬৭৫ জনের।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে নতুন করে আক্রান্ত হয়েছে ২৯৫৯ জন। যেখানে শুক্রবার ছিল ৩২৮৭ জন, বৃহস্পতিবার ছিল ২৬১৫, বুধবার ছিল ২৪৭২ জন। আজ সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৫৪ জন। 

বিবিসি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছে ১৭৫ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছে ১৬ জন, ওয়েলসে ৬ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যা। ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারিভাবে গ্রহণযোগ্য হয়ে থাকে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি