ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় প্রাণ হারালেন আরেক পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪১, ২৫ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনাক্রান্ত (কোভিড-১৯) হয়ে জীবন উৎসর্গ করেছেন পুলিশ সদস্য কনস্টেবল নেকবার হোসেন (৪২)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানায় কর্মরত ছিলেন। দেশের জন্য জীবন উৎসর্গকারী পুলিশযোদ্ধা নেকবার হোসেনের গ্রামের বাড়ি ভোলা জেলায় চরফ্যাশনে। তিনি স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। 

রবিবার কনস্টেবল নেকবার হোসেনের নমুনা পরীক্ষায় পজেটিভ ফলাফল পাওয়া যায় অর্থাৎ তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১৪ জন গর্বিত সদস্য দেশ মাতৃকার সেবা করতে গিয়ে আত্মোৎসর্গ করলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি