ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় পৃথিবী ছাড়া সাড়ে ৩ লাখের বেশি মানুষ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৭ মে ২০২০ | আপডেট: ১০:৩৩, ২৭ মে ২০২০

Ekushey Television Ltd.

নিয়ন্ত্রণহীন করোনা ভাইরাসে কোনভাবেই থামছে না মৃত্যুর মিছিল। উৎপত্তির প্রায় পাঁচমাসে বিভিন্ন টিকা কিংবা ভ্যাকসিন আবিষ্কৃত হলেও কার্যকরি হিসেবে কোনটারই এখনও প্রমাণ মেলেনি। 

ফলে প্রতিদিনই আক্রান্তের পাশপাশি বাড়ছে প্রাণহানি। যাতে বিশ্বের সাড়ে ৩ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই এক লাখের বেশি। 

আজ বুধবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৫৬ লাখ ৭৮ হাজার ১৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ হাজার ৮৭৯ জন। নতুন করে প্রাণ গেছে ৪ হাজার ৪১ জনের। এ নিয়ে করোনারাঘাতে পৃথিবী থেকে গত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৫১ হাজার ৬৫৪ জন মানুষ। 

বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত একদিনে ১৯ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ২৫ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৭৬৮ জনের। ফলে, এখন পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতাধর দেশটিতে প্রাণহানি ১ লাখ ৫৭২ জনে ঠেকেছে। 

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ ব্রাজিলে ৩ লাখ ৯২ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ মিলেছে। যেখানে প্রাণহানি সাড়ে ২৪ হাজার ছাড়িয়েছে।  

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় করোনার শিকার ৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। সে তুলনায় অবশ্য প্রাণহানি অনেকটা কম পুতিনের দেশে। এখন পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮০৭ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ২ লাখ সাড়ে ৮৩ হাজার ৩৩৯ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১১৭ জনের। 

প্রাণহানিতে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সংক্রমণ ২ লাখ ৬৫ হাজার ২২৭ জনে দাঁড়িয়েছে। 

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া ও আংশিক লকডাউনে থাকা ইতালিতে প্রাণহানি ৩৩ হাজার ছুঁই ছুঁই। যেখানে আক্রান্ত ২ লাখ সাড়ে ৩০ হাজারের বেশি। 

এছাড়া, ইউরোপের আরও দুই রাষ্ট্র জার্মানি ও ফ্রান্সে কমতে শুরু করেছে আক্রান্ত ও প্রাণহানি। লকডাউন শিথিলের পথে দেশগুলো। 
 
আর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। সংক্রমণ ছড়ানোয় শীর্ষ দশে থাকা দেশটিতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। প্রাণ গেছে এখন পর্যন্ত ৪ হাজার ৩৪৪ জনের। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনার শিকার ৩৬ হাজার ৭৫১ জন। আক্রান্তদের মধ্যে ৫২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেঁচে ফিরেছেন ৭ হাজার ৫৭৯ জন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি