ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনা মোকাবেলায় মেডিকেল রোবট তৈরীর দাবি ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ২৭ মে ২০২০ | আপডেট: ২০:০৫, ২৭ মে ২০২০

রোবট কেওয়ান লাইফবট

রোবট কেওয়ান লাইফবট

করোনা ভাইরাস মোকাবেলায় মেডিকেল রোবট বানিয়েছে ইরান বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। আজ বুধবার নিজেদের তৈরি প্রথম অপারেশনাল মেডিকেল রোবট উদ্বোধন করা হয় বলে খবর প্রচার হয়েছে। রোবটটির নাম দেওয়া হয়েছে ‘কেওয়ান লাইফবট’। এই রোবটকে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের আরও একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে বলে ইরানের গণমাধ্যম খবর প্রচার করেছে। খবর পার্স টুডে’র। 

প্রতিবেদনের বলা হয়, করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে এই রোবট তৈরি করা হয়েছে। ইরানি বিশেষজ্ঞরা এক মাসের কম সময়ে এই রোবট তৈরি করেছেন। ইরানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য বিভাগ এর প্রয়োজনীয়তা অনুভব করে। এই রোবটে স্টেরিও ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে চলাচলের পথের বাধা শনাক্তকরণ সেন্সর ছাড়াও রয়েছে শরীরের তাপমাত্রা ও রক্তের অক্সিজেনের স্তর পরিমাপ করার প্রযুক্তি। এই রোবটে প্রয়োজনে আরও কিছু সেন্সর যুক্ত করা যাবে।

ইরানের এই মেডিকেল রোবট চিকিৎসক ও রোগীর মধ্যে অডিও-ভিডিও যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কক্ষে খাবার ও ওষুধ পরিবহন  করতে পারে। এছাড়া রোবটটিতে অন্যান্য রোবট নিয়ন্ত্রণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি