ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২৮ মে ২০২০ | আপডেট: ০৮:৩৩, ২৮ মে ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। এতে করে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় বুধবার সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪০১ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯৬ জন, যা বিশ্বে সর্বোচ্চ!

এক মাসের কিছু বেশি সময় আগে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছিল। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই নিউ ইয়র্কের। বিশেষজ্ঞরা জানিয়েছিল, জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা লাখে পৌঁছাবে। জুন মাসের আগেই মৃত্যুর এই মাইলফলক দেখল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু নথিভুক্ত করা হয় ২৬ ফেব্রুয়ারি। তিন মাসের মধ্যেই প্রাণঘাতী এই ভাইরাসে লাখের অধিক মৃত্যু দেখল দেশটি। যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামেও করোনাভাইরাস জেঁকে বসলেও যুক্তরাষ্ট্রের মতো এত মৃত্যু দেখেনি।

সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যাও। প্রায় ২০ হাজার নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ১৭ লাখ ছুঁই ছুঁই।

আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে করোনা ভাইরাসের আরেক হটস্পট ব্রাজিল ৪ লাখ ছাড়িয়েছে। তৃতীয়স্থানে আছে রাশিয়া ৩ লাখ ৭০ হাজার; চতুর্থস্থানে যুক্তরাজ্য, ২ লাখ ৬৮ হাজার। দুই লাখ ৩৬ হাজার আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে আছে স্পেন। পাঁচ হাজার কম আক্রান্ত নিয়ে ষষ্ঠস্থানে ইতালি।

মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৩৭ হাজার ৫০০ ছাড়িয়েছে। ৩৩ হাজার মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে আছে ইতালি। আড়াই হাজার কম মৃত্যু নিয়ে চতুর্থস্থানে আছে ফ্রান্স। স্পেন আছে পঞ্চমস্থানে, ২৭ হাজার মৃত্যু। সাড়ে ২৫ হাজার মৃত্যু নিয়ে ষষ্ঠস্থানে আছে ব্রাজিল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি