ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার করোনায় আক্রান্ত জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ২৮ মে ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী চিতালু চিলুফিয়া। মন্ত্রী পরিষদ সচিব ডা. সিমন মিতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী ডোরা সিলিয়া করোনায় আক্রান্ত হন। একদিনের মাথায় স্বাস্থ্যমন্ত্রীও আক্রান্ত হলেন। চিতালু বর্তমানে আইসোলেশনে আছেন। এ অবস্থায় মন্ত্রী পরিষদের যতজন সদস্য স্বাস্থ্যমন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে টেস্ট করানো হবে।

গেল ২৪ ঘণ্টায় আফ্রিকার দেশটিতে ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ৯০৩ জনের। এ পর্যন্ত দেশটিতে ১ হাজার ৫৭ জন প্রণাঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ জন। সেরে উঠেছে ৭৭৯ জন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি