ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে আক্রান্ত সাড়ে ১৭ লাখ, সুস্থ ৫ লাখ ছুঁই ছুঁই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২৮ মে ২০২০

প্রাণঘাতি করোনায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে লাখ ছাড়িয়েছে প্রাণহানি। যা বিশ্বে একক কোন দেশে ভাইরাসটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশটিতে প্রতিদিনই আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে সংক্রমণ। যার শিকার দেশি-বিদেশি প্রায় সাড়ে ১৭ লাখ মানুষ। 

আক্রান্তের তুলনায় তাৎক্ষণিকভাবে সুস্থ হয়ে বেঁচে ফেরার সংখ্যা কম হলেও, প্রাণহানির চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৭ শতাংশের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে ঘরে ফিরতে সক্ষম হচ্ছে ৮৩ শতাংশ মানুষই। যা ইতিবাচক দিক। 

এদিকে কার্যকরি ভ্যাকসিনের অভাবে দেশটিতে প্রতিদিনই অন্তত গড়ে ২০ হাজার মানুষ নতুন করে ভাইরাসটির শিকার হচ্ছেন, স্বজন হারাচ্ছেন অসংখ্য মানুষ। থমকে গেছে স্বাভাবিক জীবন ব্যবস্থা, হুমকির মুখে দেশটির অর্থনীতি। 

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত একদিনে ২০ হাজার ৫৪৬ জনের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৪৫ হাজার ৮০৩ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ১ হাজার ৫৩৫ জনের। ফলে, এখন পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতাধর দেশটিতে প্রাণহানি ১ লাখ ২ হাজার ১০৭ জনে ঠেকেছে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এখন পর্যন্ত ৪ লাখ ৯০ হাজার ১৩০ জন। 

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় নিউইয়র্কে। যেখানে প্রাণহানি সাড়ে ২৯ হাজারের বেশি। পৌনে ৪ লাখ ছুঁই ছুঁই। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ১ লাখ প্রায় হাজার আক্রান্তে প্রাণ গেছে ১১ হাজার ৩৪১ জনের। 

ইলিনয়সে আক্রান্তের সংখ্যা ১ লাখ প্রায় ১৪ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রাণহানি ৫ হাজার পেরিয়েছে। ক্যালিফোর্নিয়ায় লাখ ছাড়িয়েছে আক্রান্ত, প্রাণ গেছে প্রায় ৪ হাজার মানুষের। 

এদিকে, চলমান সংকটাবস্থায়ও অর্থনীতির পুনরুদ্ধারের লকডাউন তুলে নেয়ার চিন্তা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি সব অঙ্গরাজ্যগুলোর গর্ভনরকে চাপ দিয়ে আসছেন। 

অন্যদিকে, করোনাঘাতে যুক্তরাষ্ট্রের পরই টালমাটাল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি