ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

করোনায় সৌদিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭, ৩০ মে ২০২০

মোহাম্মদ হারুন (আদনান হারুন)

মোহাম্মদ হারুন (আদনান হারুন)

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম রাউজান উপজেলার মোহাম্মদ হারুন (আদনান হারুন) (৫৮)  নামে এক বাংলাদেশি মারা গেছেন। 

বৃহস্পতিবার জেদ্দাস্থ কিং আবদুল আজিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি রাউজান উপজেলার চিকদাইর গ্রামের নাজির বাড়ির নজির আহমেদ এর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। 

রাউজান সমিতির জেদ্দার সদস্য সচিব হাসান উল্লাহ জানান, মোহাম্মদ হারুন অনেক বছর আগে সৌদি আরবের জেদ্দায় আসেন। জেদ্দায় হারেজ সওয়ারি মার্কেটে ব্যাবসা করতেন এবং গুরেয়াত নামক স্থানে থাকতেন। তিনি সৌদি আরবের সামাজিক সংগঠন রাউজান সমিতি জেদ্দার সহযোগিতা হিসেবে দ্বায়িত্ব ছিলেন। 

মোহাম্মদ হাসান উল্লাহ আরও জানান, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর মৃত্যুতে প্রবাসী চট্টগ্রাম সমিতি জেদ্দা ও রাউজান সমিতি শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ হবার পর থেকে সৌদি আরবে এই পর্যন্ত ১৭১ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি