ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রাণহানিতে ফ্রান্সকেও ছাড়াল ব্রাজিল, আক্রান্ত ৫ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৩১ মে ২০২০ | আপডেট: ০৯:১৮, ৩১ মে ২০২০

Ekushey Television Ltd.

ইউরোপ ও আমেরিকার পথ ধরে লাশের স্তুপে পরিণত হচ্ছে লাতিন আমেরিকা। যার সবচেয়ে ভুক্তভোগী ব্রাজিল। প্রতিদিনের সংক্রমণের হারে শীর্ষে থাকা দেশটি প্রাণহানিতেও ছাড়িয়ে যাচ্ছে সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোকে। যেখানে প্রতিদিনের রেকর্ড সংক্রমণে পাঁচ লাখে পৌঁছেছে আক্রান্তের সংখ্যা। আর প্রাণহানিতে ইউরোপের স্পেনের পর এবার ফ্রান্সকেও ছাড়িয়েছে। ফলে, চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। 

করোনার শুধু যে ব্রাজিলকে কাঁপাচ্ছে তা নয়, ভাইরাসটি দাপট দেখাচ্ছে সহগোত্রীয় পেরু, চিলি, এল সালভেদর, গুয়েতেমালা ও নিকারগুয়ার মতো দেশগুলাতে। যেখানে হু হু করে বাড়ছে সংক্রমণ, স্বজন হারা হচ্ছে হাজার হাজার মানুষ। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩০ হাজার ১০২ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৮৯০ জনের। এ নিয়ে লাতিন আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা ২৮ হাজার ৮৪৯ জনে ঠেকেছে। যদিও এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ। 

সর্বোচ্চ মৃত্যুতে ব্রাজিল এখন চতুর্থ রাষ্ট্র। উপরে আছে ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। 

এদিকে আক্রান্ত ও প্রাণহানির এমন হারে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। 

সংস্থাটির বলছে, ‘চলমান অবস্থা অব্যাহত থাকলে আগামী আগস্টের মধ্যে লাতিন আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা সোয়া লাখ ছাড়িয়ে যেতে পারে। শুধু তাই, এ অঞ্চলের অন্যান্য দেশেও ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা।’

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি ৪ হাজার ৩৭১। চিলিতে সংক্রমিতের সংখ্যা ৯৫ হাজারের কাছাকাছি। এখন পর্যন্ত ৯৯৭ জনের মৃত্যু হয়েছে সেখানে। এল সালভেদরে সংক্রমণ ছড়িয়েছে ২ হাজার ৩৯৬ জনের দেহে। প্রাণ গেছে সেখানে ৪৬ জনের। 

এদিকে, রোগটি নিয়ন্ত্রণ করতে না পারায় চাপে রয়েছে ব্রাজিলের প্রশাসন। অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে এসবের দায় তিনি নিতে নারাজ।

মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার কথা বলসোনারোকে স্মরণ করিয়ে দিলে গত সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো মিরাকল কাজ করতে পারি না। আমাকে দিয়ে কী করাতে চান?’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি