ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ৩১ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনায় বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংকের মো. সামসুদ্দিন নামে আরও এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্যাশ ম্যানেজমন্ট বিভাগে অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সামসুদ্দিনের ভাই আমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, তার ভাইয়ের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ২২ মে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বেলা ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন। 

এর আগে গত ১২ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংকটির সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদের মৃত্যু হয়েছে। 

এছাড়া ২৬ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিটি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি