নিউইয়র্কে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু
প্রকাশিত : ১২:০৭, ৩১ মে ২০২০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার করোনাভাইরাসে আক্রন্ত হয়ে একজন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন। তাকে নিয়ে নিয়ে নিউইয়র্কে এ পর্যন্ত ২৪৪ জন বাংলাদেশি এই মহামারিতে প্রাণ দিলেন।
দীর্ঘ দুই মাস করোনার সঙ্গে লড়াই করে স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালে এদিন মারা যান ডা. কাজী জিয়াউদ্দিন আহমেদ (৭২)। ডা. জিয়াকে নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮ জন বাংলাদেশি আমেরিকান চিকিৎসক মারা গেলেন।
নিউইয়র্ক ছাড়া আরো ৫টি রাজ্যে ২২ জন বাংলাদেশি মারা গেছেন করোনায়। আর কোভিড-১৯ এ পর্যন্ত ২৬৬ জন বাংলাদেশি জীবন দিয়েছেন যুক্তরাষ্ট্রে। এ সংখ্যা বহির্বিশ্বে যেকোন দেশে কেরানায় আক্রান্ত হয়ে সর্বাধিক বাংলাদেশির মৃত্যু।
এমবি//