ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

করোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ৩১ মে ২০২০ | আপডেট: ২৩:৩৭, ৩১ মে ২০২০

অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ- সংগৃহীত

অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. খলিলুর রহমান নিশ্চিত করেছেন।

জানা যায়, অধ্যাপক শাকিল উদ্দিন আহমদের করোনা নিশ্চিত হওয়ার পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে প্লাজমা থেরাপি দেয়া হয়। কিন্তু তাতেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছিল এর মধ্যে তিনি সেরেও উঠেছিলেন। তবে রোববার সন্ধ্যায় রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে তিনি মারা যান।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি