স্পেনে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
প্রকাশিত : ২৩:৪৭, ৩১ মে ২০২০
স্পেনে পানশালা খুলে দেওয়া হয়েছে।
করোনাভাইরাস মহামারিতে যেভাবে আক্রান্ত হয়েছিল স্পেন। এখন সেটা অনেকটা নিয়ন্ত্রণে। গত তিন মাসের মধ্যে স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সবচেয়ে কম সংক্রমণ ঘটেছে। শনাক্ত করা হয়েছে ৯৬ জনকে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন।
ব্রিটেনে শনাক্ত হয়েছেন ১,৯৩৬ এবং মারা গেছেন ১১৩ জন। ইটালিতে সংক্রমণের সংখ্যা ৩৫৫ এবং মৃত্যু ৭৫।
গত এপ্রিল মাসের তুলনায় স্পেনে মৃত্যুর সংখ্যা এখন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। সেসময় মাত্র একদিনেই মারা যেত ৯৫০ জন আর সংক্রমিত হতো কয়েক হাজার মানুষ।
এর মধ্যেই দেশটি লকডাউনের বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে এই স্পেনে সবচেয়ে কঠোর লকডাউন জারি করা হয়েছিল।
মৃত্যু ও সংক্রমণের হার অনেক কমে গেলেও সতর্ক রয়েছে স্পেনের সরকার। জরুরি অবস্থার মেয়াদ আরো দুই সপ্তাহ বাড়ানোর প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী। স্পেনে করোনাভাইরাস মহামারিতে মারা গেছেন ২৭ হাজারেরও বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪০ হাজার।
এসি