ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় খাদ্য ক্যাডার কর্মকর্তার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৩ জুন ২০২০

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে মারা গেলেন বিসিএস ১৮তম ব্যাচের খাদ্য ক্যাডারের কর্মকর্তা উৎপল হাসান (উৎপল কুমার সাহা)।

সোমবার রাত সাড়ে ১১টায় দিকে তিনি মৃত্যুবরন করেন । তার বয়স হয়েছিল ৫৩ বছর। মঙ্গলবার বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উৎপল ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও  বিসিএস ফুড অ্যাসোসিয়েশন। 

ময়মনসিংহ শহরে জন্মগ্রহণকারী এই কর্মকর্তার স্ত্রী নাসিমা পারভীন একই ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি