ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় রানা প্লাজার মালিকের বাবার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৪ জুন ২০২০

Ekushey Television Ltd.

বহুল আলোচিত ঢাকার সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক  সোহেল রানার বাবা আব্দুল খালেক (৬০) করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সায়েমুল হুদা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান, আহত হন আরো কয়েক হাজার। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন, তবে তার ছেলে ভবনের মালিক সোহেল রানা কারাগারে রয়েছেন।

মৃত আব্দুল খালেকের মেয়ে রওশন আরা বলেন, গত রোববার তার বাবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে বাসায় নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

রওশন আরা আরও জানান, তার বাবা করোনায় আক্রান্ত কিনা জানতে সোমবার এনাম মেডিকেলে নমুনা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে পাওয়া ফলাফলে দেখা যায় করোনা পজেটিভ। কিন্তু এর আগেই আজ ভোরে মারা যান তিনি।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি