ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

করোনা থেকে রক্ষা পাওয়ার বড় হাতিয়ার মাস্ক: স্বাস্থ্য অধিদপ্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ৪ জুন ২০২০ | আপডেট: ১৮:৪৪, ৪ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক একটি বড় হাতিয়ার বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, যারা নিজে মাস্ক পরতে ও খুলতে পারবে না তারা ছাড়া সবারই মাস্ক পরতে হবে।

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করব। মাস্ক তারাই ব্যবহার করতে পারবেন না, যারা নিজে এই মাস্ক পরতে পারেন না। যেমন অজ্ঞান ব্যক্তি, যারা প্রতিবন্ধী এবং দুই বছরের নিচে কম বয়সী শিশু। যারা মাস্ক নিজেরা খুলতে পারবেন না, তারা ছাড়া প্রত্যেকেই মাস্ক ব্যবহার করুন।’

বাইরে না যাওয়ার পরও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা কেন করোনায় আক্রান্ত হচ্ছেন উল্লেখ করে নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের বয়োবৃদ্ধ ব্যক্তিদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে এ কারণেই যে, অনেকে বাসায় থাকার পরও অসুস্থ হয়ে যাচ্ছেন। বাসার অন্য সদস্যরা বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে যাচ্ছেন। সে কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে আমরা বাইরে থেকে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরতে হবে, হাত বারবার সাবান দিয়ে ধুইতে হবে। এসব বিষয় খেয়াল রেখেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে যাওয়া উচিত। তাহলেই আমরা তাদের সুরক্ষিত রাখতে পারব।’

তিনি বলেন, যত দূর সম্ভব শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন। কমপক্ষে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি