ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সপরিবারে করোনায় আক্রান্ত বাঁশখালীর সাংসদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ৫ জুন ২০২০ | আপডেট: ১৯:১৯, ৫ জুন ২০২০

চট্টগ্রামের বাঁশখালী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী- ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী- ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীর স্থানীয় (চট্টগ্রাম-১৬) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সপরিবারের করোনায় আক্রান্ত হয়েছেন। তার পরিবারের ৬ সদস্যসহ বাড়ির মোট ১১ জন প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সাংসদের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল জানিয়েছেন।

আক্রান্তরা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ রহমান নগর এলাকার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। করোনা পজেটিভের ফলাফল মঙ্গলবার পাওয়া গেলেও আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। 

জানা যায়, সাংসদ মোস্তাফিজুর রহমান, তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকা ও তার নিজের কোভিড-১৯ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। মন্ত্রীর সহকারী রাসেল গণমাধ্যমকে শুক্রবার বলেন, ‘আমরা সবাই এখনও সুস্থ আছি। কারো তেমন কোনো সমস্যা দেখা যায়নি। বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ মতে চিকিৎসা নিচ্ছি, স্যারও ভালো আছেন।’

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি