ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কপ্টারে করে রাজধানীতে আনা হলো করোনাক্রান্ত চিকিৎসককে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ৫ জুন ২০২০ | আপডেট: ২৩:১৫, ৫ জুন ২০২০

যশোর থেকে করোনায় আক্রান্ত চিকিৎসক ডা. নাহিদ সিরাজকে হেলিকপ্টরে করে ঢাকায় আনা হয়- সংগৃহীত

যশোর থেকে করোনায় আক্রান্ত চিকিৎসক ডা. নাহিদ সিরাজকে হেলিকপ্টরে করে ঢাকায় আনা হয়- সংগৃহীত

হেলিকপ্টারে করে করোনা ভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকে রাজধানীতে আনা হয়েছে। যশোর থেকে তাকে শুক্রবার রাত ৯টার কিছু আগে আনা হয়। ঢাকায় আনার পরই তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর’র (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. নাহিদ সিরাজ সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। যশোরেই তার চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

করোনা আক্রান্ত চিকিৎসক যশোর ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত। চিকিৎসক নাহিদের সঙ্গে তার সহকর্মী আনজুম সোনিয়া ও উত্তম রয়েছেন।

আক্রান্তদের মধ্যে এক হাজারের বেশি চিকিৎসক রয়েছেন বলে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস-এফডিএসআর জানিয়েছে। সংগঠনটির তথ্য মতে, দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি