ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় মৃত্যু ৪ লাখের কাছাকাছি, একদিনেই আক্রান্ত দেড় লাখ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

দেখতে দেখতে করোনায় প্রাণহানি ৪ লাখ হতে চললো। যার শিকার বিশ্বের প্রায় সাড়ে ৬৮ লাখ মানুষ। যাতে সময় লেগেছে মাত্র পাঁচ মাসের কিছু বেশি। তবে, প্রতিষেধক আবিষ্কারে এখনও কাঙ্খিত আশার আলো দেখা যায়নি। 

বিভিন্ন সময়ে সংক্রমণ ও প্রাণহানি ঠেকাতে ভ্যাকসিন অথবা টিকা তৈরির খবর প্রকাশ পেলেও কোনটাই কার্যকরি হয়নি। ফলে, ভাইরাসটির দাপট কবে থামবে তা এখনও বুঝে উঠতে পারছেন না চিকিৎসা বিজ্ঞানীরা। 

করোনার এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে করোনা তাণ্ডব চালিয়েছে গোটা ইউরোপে। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে আসলে নতুন হটস্পট হয় লাতিন আমেরিকা। যেখানে ষাট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যাতে চরম বিপর্যয়ের মুখে ব্রাজিল। 

ভাল নেই দক্ষিণ এশিয়ার দেশুগুলোও। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতে। সময়ের সাথে পাল্লা দিয়ে সংক্রমণ ও প্রাণহানি ঘটছে বাংলাদেশেও। 

আজ শনিবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার শিকার এখন পর্যন্ত ৬৮ লাখ ৬০ হাজার ২৯৯ জন মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ প্রায় ৬৮ হাজার। নতুন করে প্রাণ কেড়েছে সাড়ে ৫ হাজার ১৪৯ জন মানুষের। এ নিয়ে করোনারাঘাতে না ফেরার দেশে বিশ্বের ৩ লাখ ৯৭ হাজার ৪৪৬ জন মানুষ। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ লাখ ৪৪ হাজার ৪২৩ জন।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৬৫ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ঠেকেছে ১ লাখ ১১ হাজার ৩৯০ জনে।  

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৪৬ হাজার ৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩৫ হাজার ৪৭ জন মানুষের। 

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় করোনার শিকার সাড়ে ৪ লাখ মানুষ। প্রাণহানি ঘটেছে সাড়ে ৫ হাজার মানুষের। 
নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ২ লাখ প্রায় ৮৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১৩৪ জনের। 

প্রাণহানিতে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে সংক্রমণ ২ লাখ প্রায় সাড়ে ৮৩ হাজারের বেশি। মৃতের সংখ্যা ৪০ হাজার পেরিয়েছে। 

ইউরোপের প্রথম আঘাত হানা ইতালিতে সংক্রমণ ২ লাখ সাড়ে ৩৪ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৭৪ জনের। 

দক্ষিণ এশিয়ার মধ্যে ভয়াবহ অবস্থায় থাকা ভারতে আক্রান্ত ২ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ তালিকায় শীর্ষ ছয়ে থাকা দেশটিতে করোনায় প্রাণ গেছে ৬ হাজার ৬৪৯ জনের। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শুক্রবার পর্যন্ত করোনার শিকার ৬০ হাজার ৩৯১ জন। এর মধ্যে না ফেরার দেশে ৮১১ জন মানুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২ হাজার ৮০৪ জন।  
 
এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি