করোনায় মারা গেলেন স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান
প্রকাশিত : ২০:২৩, ৭ জুন ২০২০
ডা. মির্জা নাজিম উদ্দিন- সংগৃহীত
করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রাণ হারালেন স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছেন ডা. নাজিম। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন থাকার মধ্যে অবস্থার অবনতি হলে আইসিইতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৮৮৮ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৪৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জনে।
এমএস/এসি