ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনাক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি নেতা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ৭ জুন ২০২০ | আপডেট: ২৩:৩৫, ৭ জুন ২০২০

বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান- সংগৃহীত

বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান- সংগৃহীত

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন আহসান উল্লাহ হাসান। করোনায় আক্রান্ত হওয়ায় এ দিন দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত দুই-তিন দিন ধরে তিনি জ্বর ও কাঁশিতে ভুগছিলেন। মৃত্যুকালে আহসান উল্লাহ তার স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য স্বজন, ভক্ত ও নেতাকর্মী রেখে গেছেন। 

এমএস/এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি