ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনাযুদ্ধে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ৮ জুন ২০২০ | আপডেট: ১৩:২৭, ৮ জুন ২০২০

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য। আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্যের নাম এসআই (নিরস্ত্র) মো. একরামুল ইসলাম (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় কর্মরত ছিলেন। করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (৬ জুন) তিনি মৃত্যুবরণ করেন।

একরামুল কুমিল্লা জেলার লাকসাম থানার কাঁঠালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৮ জন সদস্য করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন দিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি